পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন ড. ইউনূস


বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।
প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের সঙ্গে যুক্ত অলিগার্ক, স্বজনপোষণকারী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচার করেছে। এর একটি বড় অংশ টরন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেনার মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। তিনি বলেন, “তারা আমাদের জনগণের অর্থ লুট করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। আমরা এই অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আপনার সহায়তা চাই। এটি আমাদের জনগণের সম্পদ।”
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি কানাডিয়ান বিনিয়োগের প্রয়োজন। “বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা কানাডার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং চাই যে কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।”
তিনি আরও বলেন, অনেক বাংলাদেশি বর্তমানে কানাডায় বসবাস ও পড়াশোনা করছেন, তাই কানাডার উচিত ঢাকায় একটি ভিসা অফিস স্থাপন করা।
এ সময় কানাডার হাইকমিশনার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেন। তিনি জানান, কানাডা এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত এবং অন্তর্বর্তী সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও অর্থ ফেরত আনার প্রক্রিয়া অনুসরণ করবে।
এছাড়া, কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী বলে জানান তিনি। শিগগিরই এক কানাডিয়ান মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।