মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পোমগাঁও নূর মঞ্জিল দরবার শরীফের ১০৩তম ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

পোমগাঁও নূর মঞ্জিল দরবার শরীফের ১০৩তম ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

২২০ Views

আবদুল মান্নান মজুমদার\ হযরত পীর শাহ শরীফ জিন্দানী বাগদাদী (রহ.) এর মাজার ও নুর মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত পীর সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ নুরী আল-ফারুকী (রহ.) এর প্রতিষ্ঠিত মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও নূর মঞ্জিল দরবার শরীফের ১০৩তম ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গত ২১শে জানুয়ারি সম্পন্ন হয়েছে।
এতে প্রধান ওয়ায়েজীন ছিলেন, হযরত মাওলানা মোঃ আলী আল কাদেরী, হাজিগঞ্জ। বিশেষ ওয়ায়েজীন ছিলেন, হযরত মাওলানা মোঃ মনিরুল ইসলাম জালালী, জালালিয়া দরবার শরীফ, কেশতলা, হযরত মাওলানা আনোয়ার হোসেন জালালী, প্রভাষক, গাজীমুড়া আলিয়া মাদরাসা, হযরত মাওলানা মিজানুর রহমান, চাঁদপুরী, মাওলানা আরাফাত আল কাদেরী, রামগঞ্জ, লক্ষীপুর। শানদার এ মাহফিলে কুরআন, হাদিস ও ইসলামী জীবন বিধান নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
মাহফিলের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, পীরজাদা সৈয়দ মোহাম্মদ নুরী আল ফারুকী (রতন শরীফ)। মিলাদ মাহফিল ও হালকায়ে জিকির শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন, মাহফিলের সভাপতি ও নুর মঞ্জিল দরবার শরীফের সাজ্জাদানশীল পীরজাদা সৈয়দ মোহাম্মদ নুরী আল ফারুকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত ঢাকা মহানগর সাধারন সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক পিন্টু। গভীর রাতে মাহফিল শেষে মুসল্লীদের মাঝে তাবারক বিতরন করা হয়।
সারা দেশের ১৪টি জেলা থেকে আগত ভক্ত-মুরিদানদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে মাহফিলের কাজ সম্পন্ন হওয়ায় পীরজাদা সৈয়দ মোহাম্মদ নুরী আল ফারুকী আগত মেহমানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share This