বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করবো: প্রধানমন্ত্রী

প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করবো: প্রধানমন্ত্রী
১৮১ Views

সংসদনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবগুলো বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করে দেবো। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এমআরটি লাইন-১, লাইন-২, লাইন-৪ ও লাইন-৫ এর কাজ পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হলে ঢাকা শহরে আর যানজট বলে কিছু থাকবে না। মানুষ খুব আরামে চলাচল করতে পারবে। তাদের জীবনমান উন্নত হবে। আমরা সবগুলো বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করে দেবো, সেই পরিকল্পনা আমাদের রয়েছে।

Share This