বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী নারী হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

প্রতিবন্ধী নারী হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড
৪৪৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় শারীরিক প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক রংমিস্ত্রিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (২৩শে এপ্রিল) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন।

            মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. মুকবুল হোসেন (৩৫) কুমিল্লার চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মনু মিয়ার ছেলে। হত্যার শিকার প্রতিবন্ধী নারী গুলশান আরা (২৫) কুমিল্লার চান্দিনা উপজেলার একই গ্রামের মো. শরীফের কন্যা।

            রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট মো. নেয়ামত উল্যাহ চৌধুরী জামান রায়ে সন্তোষ প্রকাশ করে ঘটনার প্রসঙ্গে বলেন, কুমিল্লার চান্দিনার রানীচড়া গ্রামের মুকবুল হোসেন বিভিন্ন কৌশলে একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী গুলশান আরার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই প্রতিবন্ধী নারী অন্তঃসত্তা হয়ে পড়ে। তখন সে মকবুল হোসেনকে বিয়ের জন্য চাপ দেয়। ঘটনাটি ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে মকবুল হোসেন ২০১৫ সালের ১১ই আগস্ট সন্ধ্যা ৭টার দিকে গুলশান আরাকে বাড়ি হতে ডেকে পাশের একটি ধৈনছা ক্ষেতে নিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

            এ ঘটনায় ওই প্রতিবন্ধী নারীর পিতা মো. শরীফ বাদী হয়ে পরদিন চান্দিনা থানায় অজ্ঞাতনামা আসামীর বরাত দিয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার দাস নিহত গুলশান আরার মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার ১৮ দিন পর মুকবুল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে আসামি মুকবুল হোসেনের বিরুদ্ধে চার্জশীট দাখিল ও মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত মৃত্যুদন্ডের  রায় ঘোষণা করেন।

Share This

COMMENTS