রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শুরু

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শুরু
২১ Views

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর শীর্ষ প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এ বৈঠক বসে। জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তাঁর সঙ্গে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ। বিকেল সোয়া চারটার দিকে জামায়াতের প্রতিনিধিরা যমুনায় প্রবেশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় উঠতে পারে। এর আগে গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনা ও পুলিশের লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। এ ঘটনার সমালোচনা ছড়িয়ে পড়লে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতকে আলোচনায় আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এর আগে গতকাল শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।

Share This