বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রফেসার আফতাব মহিব উল্লাহ’র দাফন সম্পন্ন

প্রফেসার আফতাব মহিব উল্লাহ’র দাফন সম্পন্ন
৪৬৮ Views

            ষ্টাফ রিপোর্টার\ লাকসাম পৌরসভার উত্তর লাকসামের বাসিন্দা লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আইউব আলী স্যারের কনিষ্ঠ ছেলে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসার আফতাব মহিব উল্লাহ’র নামাজে জানাযা গত সোমবার বাদ আছর লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে হাউজিং এস্টেটস্থ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন, লাকসাম পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল ওয়াদুদ। জানাযা পূর্বে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ছাদেক হোসেন ভ‚ঁইয়া, মরহুমের ভাগিনা ডাঃ আবদুল্লাহ তারেক ভ‚ঁইয়া। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের, লাকসাম পৌরসভার কাউন্সিলর আলহাজ আবদুল আজিজ, সাবেক কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, নাঙ্গলকোটের হেসাখাল কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের, প্রফেসর হুমায়ুন কবির, প্রফেসর আবুল কালাম, প্রভাষক বিলাল হোসেন মালেকী, লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহিম, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, আবদুর রহমান বাদলসহ লাকসাম বাজারের ব্যবসায়ী, মরহুমের আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রমুখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে মানছুর সাইফুল্লাহ, ১ মেয়ে মুমতাহেনা রাইহানা মুমু, মেয়ের জামাতা আমেরিকা প্রবাসী তারেক আইনান, ৪ ভাই, ১ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

উল্লেখ্য, প্রফেসার আফতাব মহিব উল্লাহ দীর্ঘদিন থেকে কিডনী, ডায়াবেটিক, বøাড প্রেসারসহ জটিল রোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত সোমবার সকাল ৭.০৫টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

পরিবারের পক্ষ থেকে প্রফেসার আফতাব মহিব উল্লাহ’র আত্মার শান্তি এবং জান্নাতুল ফেরদাউস নসীব কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Share This