প্রেসিডেন্ট ট্রাম্প দম্পতির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস ও মেয়ে দিনা


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। এ সময়কালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আতিথেয়তায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।
গত ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল রিসেপশনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কন্যা দীনা ইউনূসও। ওই অনুষ্ঠানে একসঙ্গে তোলা তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় শনিবার ভোরে এই ছবি প্রকাশিত হয়েছে। উক্ত ছবিতে দেখা যায় যে, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, আর অন্য পাশেই ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তার মেয়ে দিনা ইউনূসও।
তিনি শাড়ি পরে দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল মুখে। উল্লেখ্য, ক্যাপশনে লেখা রয়েছে, “ছবিটি গত ২৩শে সেপ্টেম্বর নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোলা” হয়েছিলো। অবশ্য এর আগে জানা যায় যে, বিশ্বের রাষ্ট্রনেতাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সুবিধাজনক সময়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের অন্যান্য বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তাদের মধ্যে ছিলেন, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ নেতৃবৃন্দ। তাছাড়া, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও। Ref: saradin/ Photo: collected