শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে হাইকোর্টের নির্দেশ

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে হাইকোর্টের নির্দেশ

 এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, সেতু, ফ্লাইওভার, ফেরি ও মহাসড়কে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটের শুনানি নিয়ে  বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনির উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না-রুলে তা জানতে চেয়েছে আদালত। তবে পদ্মা সেতুর ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায় বাসসকে আদালতের আদেশের বিষয়টি জানান।

Share This

COMMENTS