“ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আশা করছি” — এজেডএম জাহিদ


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ আশা প্রকাশ করে বলেছেন, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে কাজ এগিয়ে নিচ্ছেন, তাতে ফেব্রুয়ারির মধ্যভাগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২১ জুলাই অনুষ্ঠেয় পেশাজীবী সম্মেলনের স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
এজেডএম জাহিদ বলেন, “নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা আশা করি তা বাস্তবায়ন হবে।”
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। “এটা একটি সুস্পষ্ট ষড়যন্ত্র। যদি দেশে অস্থিরতা তৈরি করা যায়, তাহলে কোনো না কোনো পক্ষ তার ফায়দা নিতে চাইবে,”— বলেন তিনি।
সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে মহাসচিব লিখিত বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন— অন্যায়, যে দলেরই হোক না কেন, সেটি অন্যায়ই। অন্যায়কে ছোট-বড় করে দেখা কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো একপক্ষের ওপর দোষ চাপানোর প্রবণতা সঠিক নয়।”
এজেডএম জাহিদ আরও বলেন, “কোনো বিবেকবান মানুষ অন্যায়ের পক্ষে রাজনীতি করতে পারে না— আমি সেটা বিশ্বাস করি না।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন, “আমরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। তারেক রহমানের নেতৃত্বে মানুষ এখন গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। আমরা আর কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না।”
তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না, সমর্থনও করে না। বিএনপি চায় আইনের শাসন, সঠিক বিচার। আমরা মব সন্ত্রাসের বিপক্ষে।”
এই সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।