শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন  মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী
২২৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দেয়ার বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

            প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা প্রশাসক সম্মেলনের প্রস্তাবনা মোতাবেক মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দেয়ার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

            জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ অধিশাখার যুগ্ম সচিবকে আহ্বায়ক করে কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা, সংগঠন ও ব্যবস্থাপনা-৩ অধিশাখা এবং বাজেট ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম সচিবদের সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিবকে কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

Share This