
বরগুনার আমতলীতে হলুদিয়া হাট সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত

২৭৫ Views
বরগুনা জেলার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (২২শে জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, দুপুরে ২ টার দিকে হলদিয়া ইউনিয়নের হলুদিয়া হাট সংলগ্ন এ ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি।
বরযাত্রীদের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেন। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন। Courtesy: bangladeshtimes