
বরুড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ভ্রাম্যমান আদালতে ৩টি পোল্ট্রি হাউজে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার (২৭শে নভেম্বর) বিকেলে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এর নেতৃত্বে ভোক্তা অধিকার আইন ২০০৯ ও দন্ড বিধি ১৮৬০ এ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাহিনুর পোল্ট্রি হাউস, মিজান পোল্ট্রি হাউজসহ তিনটি পোল্টি হাউজে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত গার্ড ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে পন্য (মুরগী) বিক্রি করায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, মূল্য তালিকা না টানানো ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখা, মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রি করলে এই অভিযান অভ্যাহত থাকবে।