মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে সন্ত্রাসের কোনো ঠাঁই নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসের কোনো ঠাঁই নেই: প্রধান উপদেষ্টা
Views

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না এবং সন্ত্রাসবিরোধী অবস্থানে সরকার সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে।

তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। সন্ত্রাসের বিষয়ে আমাদের অবস্থান সম্পূর্ণভাবে জিরো টলারেন্স। আমরা সর্বশক্তি দিয়ে দেশের মাটি থেকে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলব।”

আজ সোমবার বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ৪০ মিনিটব্যাপী বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্কনীতি সম্পর্কিত চলমান আলোচনা বিশেষভাবে স্থান পায়।

জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে এ রূপান্তরের সফল পরিণতি ঘটবে।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য তৈরির লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, কমিশন অত্যন্ত কার্যকরভাবে দায়িত্ব পালন করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।”

Share This

COMMENTS