বাংলাদেশ কৃষি ব্যাংক লাকসাম শাখার গ্রাহক সেবা উন্নয়নে মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার\ ‘ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ এ ¯েøাগানকে প্রতিপাদ্য করে গত বৃহস্পতিবার (২৯শে ফেব্রæয়ারি) বাংলাদেশ কৃষি ব্যাংক লাকসাম শাখার উদ্যোগে গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক লাকসাম শাখার নবাগত ব্যবস্থাপক কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক (কুমিল্লা বিভাগ) গোলাম মোঃ আরিফ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক লাকসাম আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তানবির সাইফুল্লাহ। মত বিনিময় সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক (কুমিল্লা বিভাগ) গোলাম মোঃ আরিফ বলেন, কৃষি ব্যাংক গণ মানুষের ব্যাংক। প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে সারাদেশে কৃষি বান্ধব খামারী ও বহুকল্যানমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসাবে সর্বমহলে প্রশংসিত। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের সেবা প্রদানে বাংলাদেশ কৃষি ব্যাংক সবসময় বদ্ধপরিকর। আপনাদের সেবার জন্য ব্যাংকের কর্মকর্তারা প্রস্তত। তিনি এ ব্যাংকে সকল গ্রাহক ও শুভানুধায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশ কৃষি ব্যাংক লাকসাম শাখার নবাগত ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, ব্যাংকের ভাবমূর্তি উন্নয়ন ও গ্রাহকের হয়রানি মুক্তি স্মার্ট সেবার প্রতি গুরুত্ব থাকবে সর্বচ্চো। কৃষি ভিত্তিক অর্থনৈতিক মূল চালিকাশক্তি কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তাদের জন্য নিরলসভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মৎস্য চাষী ও কৃষি ব্যাংক লাকসাম শাখার গ্রাহক মোবারক হোসেন ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদার, জাফর ইকবাল বাচ্চু, স্বর্নপদকপ্রাপ্ত চিংড়ি চাষী বাবুল মিয়া, মাহবুবুর রহমান কামরুল প্রমুখ।