শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারা-বাঙ্গড্ডা সড়কে চলাচলে সীমাহীন ভোগান্তি

বাগমারা-বাঙ্গড্ডা সড়কে চলাচলে সীমাহীন ভোগান্তি
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার-বাঙ্গড্ডা সড়কটি দীর্ঘদিন থেকে দৈন্যদশা বিরাজ করছে। কুমিল্লা থেকে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার যাওয়ার এই একমাত্র সড়কটি অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হওয়ায় চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছেন, চালকও যাত্রীরা।

            এই সড়কটি দিয়ে প্রতিদিন বহু মানুষ, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরীজীবিরা যাতায়াত করে থাকেন। কাঁচামালের জন্য বিখ্যাত কুমিল্লার নিমসার বাজার থেকে মালামাল ক্রয় কিংবা দেশের যে কোন জায়গা থেকে পণ্যবাহী যানবাহন বাঙ্গড্ডা এলাকায় প্রবেশ করতে হলে এই সড়কটিই হচ্ছে সহজ উপায়। সামান্য বৃষ্টি হলেই যাতায়াতে ঝুঁকি বেড়ে যায়। পানি নিষ্কাশনের কোন প্রকার ব্যবস্থা না থাকায়। সড়ক থাকে পানির নিচে। এই সমস্যার কারণে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইতিমধ্যে অনেকেই জীবনও হারিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম অংশের মানুষও এই আঞ্চলিক মহাসড়কটি ব্যবহার করে থাকেন।

            শামীম হোসেন নামে এক পিকাপ চালক জানায়, প্রতিদিন ভোররাতে আমি বেপরীদের জন্য নিমসার বাজার থেকে কাঁচা মাল নিয়ে আসি কিন্তু এই পর্যন্ত দুই বার আমার পিকাপ ভ্যান উল্টে গেছে। জীবন রক্ষা হয়েছে দুই বার। সড়কের গৈয়ারভাঙ্গা বাজার থেকে বাঙ্গড্ডা পর্যন্ত খুবই খারাপ অবস্থা। কর্তৃপক্ষ দ্রæত রাস্তাটি মেরামত না করলে নিহতের সংখ্যা ক্রমশঃ বাড়বে।

            তাজুল ইসলাম নামে শাহ আলী সুপার বাস ড্রাইভার বলেন, আমরা প্রতিদিন এই রোডে যাত্রী বহন করে থাকি কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়াতে সব সময় ঝুঁকিতে থাকতে হয়। দীর্ঘ সময় থেকে এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। মেরামত করা খুবই জরুরি।

            শামছুজ্জামান নামে এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন বাজারে দোকান খুলি রীতিমতো ব্যাবসাও ভাল। কিন্তু সড়কের বেহাল দশার কারণে নিজের ব্যবসায় প্র্িরতষ্ঠানের প্রতি অনীহা জন্মেছে। আগের তুলনায় এখন আর ক্রেতা আসে না। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে।

            এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, এটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন রাস্তা বিধায় এই বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাস্তাটি দ্রæত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

            এই বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বাগমারা থেকে বাঙ্গড্ডা সড়কটি করার জন্য একটি প্লান মন্ত্রণালয়ে পাঠয়েছি। আশা করি পাশ হয়ে আসলেই আমরা কাজটি করতে পারবো।

Share This

COMMENTS