রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বাশের সাঁকো দিয়ে পার হচ্ছে মনোহরগঞ্জের ঝলম ইউনিয়নে খালের দু’পাড়ের মানুষ

বাশের সাঁকো দিয়ে পার হচ্ছে মনোহরগঞ্জের  ঝলম ইউনিয়নে খালের দু’পাড়ের মানুষ
২৭০ Views

            আহমেদ উল্লাহ\ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম  দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর খালের  উপর একটি বাশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে খালের দু’পাড়ের মানুষ। আশেপাশে প্রায় এক কিলোমিটারের মধ্যে কোন ব্রিজ কালভার্ট না থাকায় খাল পার হতে বাশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। প্রায় কয়েক যুগ ধরেই বাশের সাঁকো দিয়ে পার হচ্ছে উভয় পাড়ের মানুষ। প্রতিবছর স্থানীয়দের সহযোগিতায় তৈরি করা হয় সাঁকোটি।

            সরেজমিনে গিয়ে দেখা যায়, বোরো  মৌসুমে ধান মাথায় নিয়ে জীবনের ঝুঁকিতে সাঁকো পার হচ্ছেন সেখানকার কৃষকরা। এতে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অপর প্রান্তে ঝলম উত্তর ইউনিয়নের আয়তায় ঐতিহ্যবাহী চৌরাইশ ঈদগাঁহ ময়দান থাকায় বছরে দুইবার এখানে প্রায় চার-পাঁচ হাজার লোকের মিলন ঘটে। যাতায়াতের ব্যবস্থা না থাকায় প্রায় ৪/৫  কিলোমিটার পথ হেঁটে ঈদের নামাজ পড়তে যান মুসল্লিগন।

            এখানে একটি সেতু নির্মাণ করে দুই পাড়ে বসবাস করা স্থানীয় লোকজন ও কৃষকদের কষ্ট লাঘবে ২ ইউনিয়নে বসবাস করা মানুষদের সেতুবন্ধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

            মনোহরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আহমদ সবুজ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। শীঘ্রই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This