বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জাহাঙ্গীরের লাকসামে প্রচারপত্র বিতরণ


ষ্টাফ রিপোর্টার\ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর লাকসামে প্রচারপত্র বিতরণ করেন। গত বুধবার (২৭শে আগস্ট ) লাকসাম বাজার ও তৎসংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন। এর আগে তিনি লাকসাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় যোগ দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র ছাড়াও নিজস্ব আরেকটি প্রচারপত্রে ড. একেএম জাহাঙ্গীর লাকসাম-মনোহরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া, দারিদ্র্য বিমোচন, নারী-শিক্ষার প্রসার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ‘ডিজিটাল উপজেলা’ গড়ার প্রতিশ্রæতি দেন।
লাকসাম প্রেসক্ভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি কুমিল্লা দক্ষিণ নামে নতুন জেলা বাস্তবায়ন নিয়ে কাজ করার ঘোষণা দেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে চান।
উল্লেখ্য, ড. একেএম জাহাঙ্গীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বড় ভাই বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এটিএম আলমগীর ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন। ড. জাহাঙ্গীর কর্মজীবনে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।