শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ঢাকায় এলে নিজেরাই অচল হবে -ওবায়দুল কাদের

বিএনপি ঢাকায় এলে  নিজেরাই অচল হবে  -ওবায়দুল কাদের
৬৪০ Views

            ষ্টাফ রিপোর্টার\ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল বলেন ঢাকা অচল করে দেবেন। ঢাকায় এলে বিএনপিকে অচল করে দেয়া হবে। ঢাকায় এলে তারা নিজেরাই অচল হয়ে যাবে।’

            গত সোমবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

            ওবায়দুল কাদের বলেন, ‘জানুয়ারিতে ভোট। নভেম্বরে কোয়ার্টার ফাইনাল, ডিসেম্বরে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে। খেলা হবে সারা বাংলায়, সারা ঢাকায়, সারা চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও সিলেটে। ফাউল করলে লাল কার্ড।’

            তিনি বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন ক্ষমতায় গেলে রূপপুর পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দেবেন।…যেই লাফাবে তার মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব। মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’

            মঞ্চে উপস্থিত ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু কবে যাবে, কে জানে! নকল ওষুধ আইনেন না।’

Share This

COMMENTS