রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিপুলাসার বাজারে হাজী রশিদ স্টোরসহ ৪টি দোকান ভস্মীভূত!

বিপুলাসার বাজারে হাজী রশিদ স্টোরসহ ৪টি দোকান ভস্মীভূত!

৩১ Views

            কাজী মাসউদ\  গত বুধবার (১৯শে ফেব্রæয়ারী) গভীর রাতে  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি দোকান ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। বিপুলাসার বাজারের অতি প্রাচীন ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স হাজী রশিদ স্টোরে আগুনের সূএপাত ঘটে বলে জানা যায়। আগুনে হাজী রশিদ স্টোরের  সম্পূর্ণ মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। দোকানটির স্বত্বাধিকারী আব্দুল কাইউম জানান, দোকানটি ব্যাংক লোন নিয়ে পরিচালনা করে আসছি। দোকানটির আয় ইনকাম  দিয়ে আমার পরিবার পরিজনের ভরন পোষণ চলতো। একরাতের আগুনেই আমার সবশেষ। এখন আমি পথে বসার উপক্রম। তার ওপর ব্যাংকের লোন পরিশোধ করবো কিভাবে? তিনি  ব্যাংক কতৃপক্ষসহ  সরকারের উধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন।

            অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অন্যান্য দোকানগুলো হলো- মেসার্স মহিউদ্দিন স্টোর, মেসার্স আবুল কাসেমের চালের দোকান ও খোকনের রং দোকান। ফায়ার সার্ভিস  সোনাইমুড়ী,  চৌমুহনী ও লাকসাম ৩টি ইউনিট দ্রæততম সময়ে উপস্থিত হয়ে ব্যবস্থা নেয়ায় উল্লেখিত দোকানগুলোর আংশিক ক্ষতি হয় এবং বাজারটি ব্যাপক ক্ষতি হতে বেঁচে যায়।

Share This