মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত

বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত
১৮৭ Views

দিনাজপুরের বিরামপুরে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ট্রাকচালক মাহাবুব হোসেন ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে, হেলপার আরিফ হোসেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে বিরামপুর থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার নিহত হন, গুরুতর আহত চালক মাহাবুবকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান গেটের হাতল নামাননি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গেটম্যান পলাতক।

খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

দুর্ঘটনার কারণে রাতভর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে তা স্বাভাবিক হয়েছে। তবে ট্রাকটি রাস্তার ওপর পড়ে থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দিনাজপুর-ঢাকা রুটে যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে ট্রাকটি সরানোর কাজ চলছে।

Share This