বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বিরামপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Views

 বিরামপুর সংবাদদাতা:  গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় বিরামপুর ঢাকা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিরামপুর প্রেসক্লাবের (কলেজ বাজার) সভাপতি ও দেশ রূপান্তর-এর প্রতিনিধি মোরশেদ মানিক। অনুষ্ঠানে হাকিমপুর, নবাবগঞ্জসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচার প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন— বিরামপুর প্রেসক্লাবের (কলাবাগান) আহ্বায়ক শাহ আলম মন্ডল, সিনিয়র সাংবাদিক ডা. নুরুল ইসলাম, আকরাম হোসেন, আমিরুল ইসলাম, মাহমুদুল হক মানিক, মোসলেম উদ্দিন, আজহার ইমাম, ইব্রাহীম মিয়া, সামিউল আলম প্রমুখ। সঞ্চালনা করেন বিরামপুর প্রেসক্লাবের (কলেজ বাজার) সেক্রেটারি ও মাইটিভি প্রতিনিধি কামরুজ্জামান।

মোরশেদ মানিক বলেন, “তুহিন হত্যাকারী ও সহযোগীদের দ্রুত বিচার আইনে ফাঁসি কার্যকর করতে হবে। এভাবে সাংবাদিক নির্যাতন চলতে থাকলে গণমাধ্যম স্বাধীনভাবে টিকে থাকতে পারবে না।”
শাহ আলম মন্ডল অভিযোগ করেন, “বিগত ১৫-১৬ বছর সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছিল। ৫ আগস্ট ২০২৪-এর পর আমরা স্বাধীন সাংবাদিকতার আশা করেছিলাম, কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও সাংবাদিক নির্যাতন বেড়েছে।”
মাহমুদুল হক মানিক সতর্ক করে বলেন, “অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিরামপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে এসে কর্মসূচি শেষ হয়।

Share This

COMMENTS