সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন

বুড়িচংয়ে কৃষকদের মাঝে সার, বীজ ও  গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন
১১১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের মাঝে বীজ, ফলদ ও ভেষজ গাছের চারা এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২৩শে জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।

            উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. আফরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামছুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

            অনুষ্ঠানে রাজস্ব খাতে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

            এছাড়াও ১১০ জন কৃষক ও ৪৬টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও বালাইনাশক, ৪০ জন কৃষককে লেবু চারা ও সার, ৬০টি তাল চারা ও ঘেরা বেড়া, ৭০ জন কৃষককে শাকসবজির বীজ ও সার, ৩৪ জন কৃষককে আম গাছের চারা এবং ৮০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

            উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে। এর মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা এবং ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

Share This