বুড়িচংয়ে গ্রামীণ সড়কের বেহাল দশা


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা সদরসহ গ্রামীণ সড়কে নাজুক অবস্থা বিরাজ করছে। বুড়িচং ব্রাহ্মণপাড়া টু কুমিল্লাগামী যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। সড়কে মেরামতের কাজ চলমান থাকায় সরাসরি যাত্রীগণ যাতায়াত করতে পারছে না। বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। ফলে অনেক গাড়ি বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
বর্তমানে কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া ও বুড়িচংগামী যাত্রীগণ আলেখারচর কিংবা গোমতী নদীর বালীখাড়া ব্রিজ দিয়ে নানুয়ার ও শিকারপুর হয়ে যাতায়াত করতে হচ্ছে। গত কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনগণ ও গাড়ি চলাচলে ব্যাপক অসুবিধার মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে । বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কুমিল্লা মিরপুর ভায়া বুড়িচং সড়কে বড় বড় গর্ত ও খানা খন্দকের সৃষ্টি হলেও গত কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টিপাতে উপজেলা সদরের বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ গেইট, আওয়ামী লীগ অফিস হয়ে বুড়িচং নিউমার্কেট পেরিয়ে উত্তর বাজার, খাড়াতাইয়া গাজীপুর মডেল মসজিদ পর্যন্ত সড়কে খানা-খন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে স্মরণ কালের সবচেয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছে।
সড়কের বড় বড় গর্তের স্থানে লাল নিশানা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। অনেকে বাধ্য হয়ে বাজারের সড়ক বাদ বিকল্প সড়ক হিসেবে বুড়িচং মাদ্রাসা ও অন্য সড়ককে বেচে নিয়েছে। এছাড়া, অতি সম্প্রতি এ সড়কটিকে ৪ লাইনে উন্নীত করার জন্য বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার এলিট শ্রেণী ও সাধারণ জনগণ বিভিন্ন স্থানে মানব বন্ধন করেছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেভাবে যানবাহন ও গাড়ির চাপ এ সড়কটিতে বৃদ্ধি পাচ্ছে ৪ লাইনে উন্নীত কিংবা প্রয়োজনীয় সংস্কার করা না হলে জনগণ ও যানবাহন চলাচলে ভোগান্তি আরো বাড়বে।
কুমিল্লা মিরপুর ভায়া বুড়িচং সড়কটিকে ৪ লেনে উন্নীত করা জরুরী হয়ে পড়েছে। তাই বিভিন্ন গ্রামীণ সড়কসহ অন্যান্য সড়কের বন্যা পরবর্তী গর্ত ও খানা খন্দক মেরামতের কাজ হাতে না নিলে জনগণ ও যানবাহন চলাচলে আরো দুর্বিষহ অবস্থার সৃষ্টি হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসা দরকার বলে মনে করছেন এলাকার জনসাধারণ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সকল রাস্তার সংস্কার কাজ যথাসময়ে কার্যক্রম হাতে নেয়া হবে।