বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ৩ জুয়াড়িকে জেলহাজতে পাঠালো ভ্রাম্যমাণ আদালত

বুড়িচংয়ে ৩ জুয়াড়িকে জেলহাজতে পাঠালো ভ্রাম্যমাণ আদালত
২৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচংয়ে জুয়া খেলার অপরাধে ৩ যুবককে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার (১৮ই এপ্রিল) বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির পুলিশ ৩ জুয়ারিকে আটক করে।

            বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও  সাহিদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড প্রদান করেন ইউএনও সাহিদা আক্তার।

            সাজাপ্রাপ্তরা হলো- বুড়িচং উপজেলার বাজেবাহেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ইকবাল (৩৫), দেবিদ্বার উপজেলার ব্রাণখাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আমির হোসেনের ছেলে ওমর ফারুক (২৫)।

            ওসি আরো জানান, আরেকটি অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাজা প্রাপ্ত আসামীর নাম মো. রিপন। সে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে। সাজাপ্রাপ্ত চার আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share This

COMMENTS