রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বেয়াইন হত্যা মামলায় নাঙ্গলকোটে সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

বেয়াইন হত্যা মামলায় নাঙ্গলকোটে  সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
১১ Views

            নিজস্ব প্রতিনিধি\ নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় নারীকে খুনের ঘটনায় প্রায় দুই বছর পর বেয়াই ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য মাসুদ রানা ভূঁইয়া, তার ভাই ও নিহতের বেয়াই মাহবুব আলম কাঞ্চন ভূঁইয়া, কাঞ্চনের মেয়ে ও নিহতের পুত্রবধূ তাসনিন আক্তার এবং কাঞ্চনের ভাগিনা রবিউল হোসেন জনি।            জানা যায়, ২০২৩ সালের ২৬শে জুলাই জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া মানিকমুড়ার আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম মাগরিবের নামাজ পড়া অবস্থায় তার ছেলের শ্বশুর (বেয়াই) মাহবুব আলম কাঞ্চন ভূঁইয়াসহ গ্রেফতারকৃতরা রাশেদার ঘরে ঢুকে তার মাথায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে আয়শা আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেন।

Share This

COMMENTS