শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ অতি শীঘ্রই বিশেষ সুবিধা পাচ্ছেন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ  অতি শীঘ্রই বিশেষ সুবিধা পাচ্ছেন
১১ Views

            ষ্টাফ রিপোর্টার\ অবশেষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদরাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ১লা জুলাই থেকেই বিশেষ সুবিধা পাবেন। এ বিশেষ সুবিধা হবে মূল বেতনের ১০ থেকে ১৫ শতাংশ। গত ১৭ই জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

            এতে বলা হয়েছে যে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদরাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১লা জুলাই থেকে প্রতিবছর ১লা জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। আর গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১লা জুলাই থেকে প্রতিবছর ১লা জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে (১ হাজার ৫০০ টাকার কম নয়) বিশেষ সুবিধা পাবেন। এমন চিঠি ইস্যুর পর থেকেই মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা এ সম্পর্কিত হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে।

            অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম চলতি সপ্তাহে শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রধান শিক্ষকদের তথ্য ইনপুটের সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯শে জুলাই) প্রধান শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করার কথাও জানা গেছে।

            মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মাউশির নয়টি অঞ্চলের পাঁচ ক্যাটাগরির ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোও চূড়ান্ত করা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যারে কোনো সমস্যা না থাকলে সফটওয়্যারটি সব স্কুল-কলেজের জন্য উন্মুক্ত করা হবে।

Share This