বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিবিসিসিআই) সভাপতি সাখাওয়াত হোসেন মামুন

ডিবিসিসিআই) সভাপতি সাখাওয়াত হোসেন মামুন
২২৬ Views

দেশে টেকসই ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে নীতিনির্ধারণে ধারাবাহিকতার নিশ্চয়তা দেওয়া জরুরি শহীদুল্লাহ ভূঁইয়া॥ দেশে টেকসই ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে নীতিনির্ধারণে ধারাবাহিকতা এবং কমপক্ষে পাঁচ বছরের নিশ্চয়তা দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি শাকাওয়াত হোসেন মামুন। তিনি বলেন, “ব্যবসায়ীরা যদি জানেন যে, নীতিমালা হঠাৎ বদলে যাবে না; তাহলে বিনিয়োগের আস্থা বাড়বে এবং সামগ্রিকভাবে ব্যবসা পরিবেশের উন্নতি হবে।” একান্ত সাক্ষাৎকারে মামুন আরও বলেন, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা উচিত।

এতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং উদ্যোক্তাদের মধ্যে আস্থা তৈরি হবে। ডিবিসিসিআই সভাপতি শাকাওয়াত হোসেন মামুন দেশের ঐতিহ্যবাহী ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সাবেক সভাপতি এবং বর্তমানে জেসিআই বাংলাদেশ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান। পাশাপাশি তিনি জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সাখাওয়াত হোসেন মামুন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এছাড়া ভারতের একটি ডিমড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগং থেকে মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস (এমআইবি) ডিগ্রি লাভ করেন। সাখাওয়াত হোসেন মামুন খাদ্য ও কৃষিভিত্তিক পণ্য, সাধারণ বীমা এবং আইসিটি খাতসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। সামাজিক কর্মকাণ্ডেও তিনি বিশেষ করে কুমিল্লা জেলার লাকসামে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা ছিলেন এবং ইন্টারন্যাশনাল কারাতে অর্গানাইজেশন বাংলাদেশ শাখার অনারারি বোর্ড অব অ্যাডভাইজার্সের সদস্য।

এছাড়া, সাখাওয়াত হোসেন লাতিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা জেলা গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতি। ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি সাখাওয়াত এফবিসিসিআই, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বেসিস, বিপিএলসি, বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ক্লাবের সঙ্গেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।

 

তিনি মনে করেন, সরকার ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠলে বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। Ref:Business magazine National Times.

Share This