বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ব্রাহ্মণপাড়ায় শারদীয় দুর্গাপূজা  উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
৮৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ ব্রাহ্মণপাড়ায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

            গত শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া কফি ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন কমিটির আহŸায়ক অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল। কমিটির সদস্য সচিব কাজল চন্দ্র সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহŸায়ক ডাক্তার খোকন চন্দ্র পাল, ডাক্তার বিশুপদ সরকার, সদস্য নিখিল সূত্রধর, সুমন সূত্রধর, গৌতম চন্দ্র দেব, রতন চন্দ্রশীল, তপন কান্তি দেব, কেশব কান্তি দেব, লিপন শাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট প্রবীর ঘোষ, উজ্জ্বল চন্দ্রশীল, কৃষ্ণ চন্দ্র শীল, অজিত সাহা, শান্তি চন্দ্র দাস, রতন চন্দ্র সরকার, অতুল বর্মন, হারাধন শীল, প্রবল দত্ত, দিলীপ চন্দ্র সরকার, শিবু দত্তসহ উপজেলা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা আসন্ন শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আন্তরিকতা দিয়ে ও সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান।                উল্লেখ্য, এবার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Share This