সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাই বাজি জব্দ

ব্রাহ্মণপাড়ায় ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাই বাজি জব্দ
১৮৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে ৩৩ লাখ ৮ হাজার ৫০০ টাকার ভারতীয় বিভিন্ন চোরাই বাজি জব্দ করেছে মাদক ও চোরাচালানবিরোধী টাস্কফোর্স। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

            উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

            অভিযানে কোবরা বাজি ৮৪ হাজার, কালার কালেকশন বাজি ২ হাজার ৫৫টি, রয়্যাল বাজি ২০৪টি, ফাইভ স্টার বাজি ১ হাজার জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

            অভিযানের খবর পেয়ে মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

            অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা আজকের পত্রিকাকে বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ। নির্মূল না হওয়া পর্যন্ত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share This

COMMENTS