বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে নতুন কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে নতুন কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
২৩৬ Views

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকার ভারতকে নতুন করে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সংক্ষেপে বলেন, “দিন দুয়েক আগে—শুক্রবার—চিঠিটি পাঠানো হয়েছে।” এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানায়, নোট ভার্বালটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড এবং রাষ্ট্রপক্ষের স্বপক্ষে সাক্ষ্যদানকারী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিনই তৌহিদ হোসেন ঘোষণা করেন যে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে। তিনি জানিয়েছিলেন, “চিঠিটি আজ রাতে বা সর্বোচ্চ আগামীকাল পাঠানো হবে—এটা নিশ্চিত।”

তিনি আরও বলেন, বাংলাদেশ অতীতেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল, তবে তখন কোনো সাড়া মেলেনি। এবার পরিস্থিতি ভিন্ন—কারণ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্টরা দোষী সাব্যস্ত হয়েছেন।

উপদেষ্টা আরও জানান, বিদ্যমান বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতাতেই এ অনুরোধ পাঠানো হয়েছে।

Share This