মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের  প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন
২১৭ Views

            বাসস\ গত সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গনমাধ্যমকে জানান, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের ৮ই আগস্ট অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরেও ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন।

            উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপরই বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ই আগস্ট বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠন করা হয়েছিলো।

Share This