বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুয়া ও অপসাংবাদিকতা রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিআরইউ’র

৬০ Views

ভুয়া ও অপসাংবাদিকতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। প্রয়োজনে অভিযান চালিয়ে সাংবাদিকতার এই দুষ্টচক্রকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়। গত শনিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিআরইউ সংগঠনের পক্ষে সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকটি চক্র বরিশালে নগরী, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি ব্যক্তি পর্যায়ে জিম্মি করে চাঁদাবাজির প্রমাণ পেয়েছে রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটি উল্লেখ করেছেন যে, ওই চক্রগুলো ভূমি অফিস, ইটভাটা, মৎস্য অফিস, পোনা পাচার, বৈধ ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, বালু মহলা, রেজিস্ট্রি অফিস, আবাসিক হোটেল, থানা, মাদক বিক্রির স্পট থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা নিয়ে থাকেন। তারা গভীর রাত পর্যন্ত মোটরসাইকেলের মহড়া দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। এতে করে সাংবাদিক পরিচয়ে এসব চাঁদাবাজ গ্রুপ সাংবাদিকতা পেশাটাকে যেমন কলুষিত করছে- তেমনি সাংবাদিতকতার সম্মান-আদর্শ ভূলুণ্ঠিত করছেন।

এরা দেশ ও জনগণের চরম শত্রু। তাই এহেন অপসাংবাদিকতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেল বরিশাল রিপোর্টার্স ইউনিটি। ইউনিটি’র সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এসব সিন্ডিকেট চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। এদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করে স্বচ্ছ সাংবাদিকতা ফেরাতে হবে। মূলতঃ বিআরইউ সবসময় পেশাদারি ও নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে ভূমিকা রেখে চলেছেন। Courtesy: dhakapost

Share This