বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুল সংবাদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আজাদ মজুমদার

ভুল সংবাদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আজাদ মজুমদার
১৯২ Views

ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যারা মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন, যা জনসাধারণকে ভুল পথে পরিচালিত করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন, মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত একটি খবর সম্প্রতি প্রচারিত হয়েছে, যা তিনি “ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট” বলে উল্লেখ করেন।

আজাদ মজুমদার আরও বলেন, “যেসব গণমাধ্যম এই ভুল সংবাদ প্রচার করেছে, আমরা প্রত্যাশা করি তারা নিজেদের ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করবে। সেই সংবাদ যেখানে প্রকাশিত হয়েছিল, ঠিক সেখানেই সংশোধনী দিয়ে পাঠকের কাছে দুঃখ প্রকাশ করা উচিত।”

তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তবে সাংবাদিকতার নামে কাউকে মিথ্যা তথ্য ছড়ানোর ‘লাইসেন্স’ দেওয়া হয়নি বলে তিনি সতর্ক করেন।

Share This

COMMENTS