ভোগান্তির শিকার সেবাপ্রার্থীরা চাটখিলে ভূমি সেবা কার্যক্রমে স্থবিরতা


নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিল উপজেলা ভূমি অফিসে দীর্ঘ ৬ মাস ধরে সেবা কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। ফলে ভূমি ক্রয়-বিক্রয়, জমাখারিজ, হস্তান্তর, ভূমি কর পরিশোধসহ বিভিন্ন কাজে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীর অসৌজন্যমূলক আচরণ, ঘুষ দাবি, টাকা নেয়ার পরও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করা এবং দালালচক্রের মাধ্যমে হয়রানির কারণে সেবাপ্রার্থীরা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। হতাশ নাগরিকরা নিয়মিত চাটখিল প্রেস ক্লাবে এসে অভিযোগ জানাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান গত ২৯শে এপ্রিল বদলি হয়ে চাটখিল ত্যাগ করেন। পরবর্তীতে নিশাত ফারাবী নামে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব নিলেও তিনি যোগদানের পর থেকেই সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি ১০ই আগস্ট ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।
তার অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ভূমি অফিসের দায়িত্বে থাকলেও উপজেলা চেয়ারম্যান ও পৌর প্রশাসকের দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় নিয়মিত ভূমি অফিসে সময় দিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এতে করে গত ৬ মাস ধরে সেবা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
এদিকে ভূমি অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে টাকা নিয়ে কাজ না করা, দালাল নিয়োগ ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন একই স্থানে কর্মরত থেকে ভূমি অফিসে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে দালাল হিসেবে ব্যবহার করেন। কেউ সরাসরি তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি ওই দালালদের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।
ফাওড়া গ্রামের মোজাম্মেল লিটন, রামদেবপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা, পৌরসভার সুন্দরপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, পরকোট গ্রামের ব্যবসায়ী মাসুদ মধু ও দশঘরিয়া গ্রামের রিপনসহ একাধিক সেবাপ্রার্থী ভূমি অফিসের বিরুদ্ধে অর্থ গ্রহণ করে ফাইল আটকে রাখার অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সেবা প্রার্থীদের যে কোন বিষয়ে সরাসরি তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।
