বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জের নরহরিপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

মনোহরগঞ্জের নরহরিপুর সরকারি প্রথমিক  বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
১৩১ Views

            আহমেদ উল্লাহ\ ভবনের ছাদে ফাটল। ধসে পড়েছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে পিলারের ভিতরের  রড এবং ইট। পিলারও ফাটল সৃষ্টি হয়েছে। জরাজীর্ণ এই অবস্থা মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এই ভবনের চারটি শ্রেণিকক্ষই ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত থাকেন। ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে পাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৭০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। যেকোনো মুহূর্তে ভবন ধসে  ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।

            পরিচালনা কমিটির মাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পন্ডিত জানান, বিগত সরকারের আমলে আমরা এটিকে রিপারিংয়ের ব্যবস্থা করেছি। বর্তমান সরকারের কাছে আমরা ভালো কিছু আশা করি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ জাহাঙ্গীর জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। সরজমিনে পরিদর্শন করেছি। এখানে নতুন ভবন নির্মাণ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে জায়গা সংকটের কারনে আপাতত করা যাচ্ছে না। তবে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আশেপাশে অন্য কোন ভবনে ক্লাস নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি।

Share This