বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জের লক্ষনপুরে ব্যবসায়ীদের  সাথে জামায়াতের মতবিনিময় সভা

মনোহরগঞ্জের লক্ষনপুরে ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

২১ Views

            নিজস্ব প্রতিনিধি\ মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। হালাল ব্যবসার মাধ্যমে একজন মুমিন তার জীবনকে আল্লাহর সান্নিধ্যে নেয়া সহজ। কিন্তু অনৈতিকভাবে ব্যবসা করা মানে সুদের সমতুল্য। তাই আমাদের সকলকে কুরআন ও সুন্নাহ’র ভিত্তিতে ব্যবসায়ীদের জীবন পরিচালনা করতে হবে।

            গত রোববার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও কুমিল্লা-৯ আসনে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

            তিনি বলেন, আপনারা কাউকে চাঁদাবাজি করতে দিবেন না, অন্যায়ভাবে কেউ চাঁদা দাবি করতে আসলে তাকে ধরিয়ে প্রশাসনের কাছে দিতে হবে। ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয়া যাবে না। আপনারা হালালভাবে ব্যবসা করবেন এবং সঠিক পরিমাপে মালামাল দিবেন । তাহলে আপনাদের ব্যবসা হালাল হবে। এক্ষেত্রে আপনাদের সামগ্রিক সহযোগিতার জন্য জামায়াত-শিবির সর্বদা আপনাদের পাশে আছে ও থাকবে।

            বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষনপুর ইউনিয়ন শাখার আমির মো. ফয়েজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমির জয়নাল আবদীন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, ব্যবসায়ী মুরাদ হোসেন, মাস্টার শাহাদাত হোসেন, রবিউল ইসলাম রুবেল প্রমুখ।

            মো. হাবিবুর রহমানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষনপুর ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার শাহজাহান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ সহিদ উল্লাহ, ব্যবসায়ী ইলিয়াস আলী প্রমুখ।

Share This

COMMENTS