মনোহরগঞ্জে কুমিল্লা জেলা প্রশাসক উন্নত বাংলাদেশ গড়তে হলে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসক/প্যানেল চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের সরকারি ক্রয় পদ্ধতি, হিসাব ব্যবস্থাপনা, গ্রাম আদালত, সামাজিক নিরাপত্তা বেষ্টন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার (৬ই অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোর্স উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পড়াশুনা ও দক্ষতা অর্জন করে আমরা সকলেই শুধু চাকুরির পিছনে ঘুরি। চাকুরী পেতে বিলম্ব হলে হতাশায় ভোগতে থাকি। অথচ চাকুরির চেয়ে উদ্যোক্তা হতে পারলে আমাদের জীবনে সফলতা নিশ্চিত ও অনিবার্য। তিনি বলেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে সকলকে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
পরে তিনি উপজেলার সমাজসেবা, প্রতিবন্ধী বিষয়ক ও মহিলা বিষয়ক দপ্তর থেকে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ, চেক ও কর্মসংস্থান তৈরির জন্য উপহার সামগ্রী তুলে দেন।
প্রশিক্ষন কোর্স পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপপরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়ক ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। এসময় আরও উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক ও বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীগন। এর আগে জেলা প্রশাসক মনোহরগঞ্জ উপজেলা, উপজেলা ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।