বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে চেতনানাশক ঔষধ খাইয়ে অটোরিকশা ছিনতাই

মনোহরগঞ্জে চেতনানাশক ঔষধ  খাইয়ে অটোরিকশা ছিনতাই
৮৯ Views

            নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া গ্রামের হাফেজ কুদ্দুস মিয়ার ছেলে নোমানকে দিনে-দুপুরে চেতনা নাশক ঔষুধ খাইয়ে নগদ টাকা ও অটোরিকশা চিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২৯শে ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলার মুন্সিরহাট বাজারের উত্তর পাশের সড়কে নোমানকে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে আত্মীয়-স্বজনরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

            পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া গ্রামের হাফেজ কুদ্দুস মিয়ার ছেলে নোমান দীর্ঘ দিন থেকে অটোরিক্সা চালিয়ে সংসার পরিচালনা করেন। এক ছেলে এক মেয়ের জনক মোঃ নোমান প্রতিদিনের ন্যায় ওইদিন সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। খিলা বাজার থেকে ২/৩জন লোক যাত্রী সেজে নোমানকে নিয়ে যায় মুন্সিরহাট বাজারের দিকে। পথিমধ্যে তাকে চেতনা নাশক ঔষুধ খাইয়ে অচেতন করে মুন্সিরহাট বাজারের উত্তর পাশে সড়কের উপর ফেলে যায়। এসময় নোমানের কাছে থাকা নগদ টাকা ও অটো রিক্সা নিয়ে যায়। পরে নোমানের পরিচিত এক ব্যক্তি অচেতন অবস্থায় সড়কের পাশে নোমানকে পড়ে থাকতে দেখে তার পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা গিয়ে নোমানকে উদ্ধার করে লাকসাম সরকারী হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

            এ ব্যাপারে নোমানের জেঠাতো ভাই আলাউদ্দিন হৃদয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ছয় বছর থেকে নোমান অটো রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করে আসছে। সৃষ্ট ঘটনায় অপরাধীদের বের করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

            মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাবো।

Share This