মনোহরগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১৮ই এপ্রিল) রাতে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯০ হাজার ৭শ’ ৬০ টাকা উদ্ধার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
মনোহরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবু তাহের (৫০), টিপু সুলতান (২৬) ও রহিমা বেগমকে (৪৫) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯০ হাজার ৭শ’ ৬০ টাকা উদ্ধার করা হয়। তাদের বাড়ী পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামে। যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ জালাল উদ্দিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে তারা একসাথে মনোহরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন বলে জানান এলাকাবাসী।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার আসামীদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।