বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে প্রবাসীর গাড়ীতে ডাকাতি

২৫ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসীর গাড়ীতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার (২০শে মার্চ) দিবাগত রাত একটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ ঘটনা ঘটে।

            ভুক্তভোগী সৌদি প্রবাসী মো. ইব্রাহীম (২৮) জানান, বৃহস্পতিবার রাত ৯টায় পর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে নামেন তিনি। নিজ এলাকার একটি প্রাইভেট গাড়িযোগে (ঢাকা মেট্রো-গ ২৩-০১৬৭) বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত প্রায় ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন বিপুলাসার এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি পিকআপ ভ্যান প্রাইভেট কারটিকে বামদিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাঁড়াতে বাধ্য করে। তারপর কিছু বুঝে উঠার আগে ওই পিকআপ ভ্যান থেকে ৭/৮ জনের একটি ডাকাতদল নেমে ধারালো অস্ত্রের মুখে প্রাইভেটকারে থাকা প্রবাসী যাত্রী ও স্বজনদের জিম্মি করে প্রাইভেট কারের গøাস ভাঙচুর করে। এ সময় প্রাইভেটকারে থাকা একটি ট্রলি ও ২টি কার্টন ভর্তি মালামাল লুটে নেয়। লুটে নেয়া ট্রলিতে ইলেকট্রনিক্স সামগ্রী, কসমেটিকস ও স্বজনদের জন্য আনা কাপড়-চোপড়সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল থাকার কথা জানান তিনি। তাছাড়া ওই প্রবাসী যাত্রীর কাছে থাকা পাসপোর্ট, স্বর্ণালংকার, নগদ ১৫শ সৌদি রিয়াল ও তার সাথে থাকা স্বজনের কাছ থেকে ব্যাংকের ২টি এটিএম কার্ড ও নগদ পঁচাত্তর হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতদল। তার বাড়ী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বাটরা গ্রামে বলে জানা গেছে।          মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে যাত্রীবাহী কারের চালক ও যাত্রীর সাথে কথা বলে ঘটনায় জড়িত দুষ্কৃতিকারিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। ভূক্তভোগী প্রবাসীর কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

Share This

COMMENTS