শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের  মাঝে সেনাবাহিনীর টিন বিতরণ

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর টিন বিতরণ

২২০ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে টিন বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গত বৃহস্পতিবার উপজেলার দিশাবন্দের রোজিনা আক্তার, পশ্চিম বাতাবাড়িয়ার আলমগীর হোসেন, খানাতুয়ার হোসনেয়ারা বেগম, গাঞ্জিয়াপাড়ার আকলিমা, উদাইশের রোজিনা বেগম, তালতলার দুলাল ও জামেনা বেগমসহ ৭টি পরিবারকে ৪ বান করে টিন প্রদান করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৪ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। বন্যার মাঝে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘরে এখনো উঠতে পারেননি উপজেলার পশ্চিম বাতাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের পরিবার। সেনাবাহিনীর কাছ থেকে টিন সহায়তা পেয়ে আবেগাপ্লুুত হয়ে পড়ে তার পরিবার। ত্রাণ বিতরণ, খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ, বন্যায় অধিক ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণসহ নানা কার্যক্রমে পাশে থেকে মানবিক সেবা প্রদান করায় সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত।

Share This