শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ

মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ

১৭১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্ত সাড়ে সাতশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-১১। উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর, নাথেরপেটুয়া ও বাতাচৌঁ এবং খিলা ইউনিয়নের ভরনিখন্ড, লক্ষণপুর ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামে বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।

            গত শুক্রবার উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর, নাথেরপেটুয়া ও বাতাচৌঁ গ্রামে এবং গত বুধবার উপজেলার খিলা ইউনিয়নের ভরনিখন্ড ও লক্ষণপুর ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন র‌্যাব কর্মকর্তাবৃন্দ। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, তেল, আলু, সাবান, চিড়ি, গুঁড়, বিস্কুট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, লুঙ্গি, কাপড় ও গামছা। ত্রাণ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার এডিশনাল এসপি দীপক চন্দ্র মজুমদার, ডিএডি ছালিক আহমেদসহ র‌্যাব কর্মকর্তাবৃন্দ। র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি র‌্যাব বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আমরা বন্যাদুর্গত এলাকায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা জেলার মনোরগঞ্জসহ বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় ডুবে গেছে মনোহরগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বন্যাদুর্গত এলাকায় আমাদের এ ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমরা বন্যার্তদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।

Share This

COMMENTS