মনোহরগঞ্জে বাবুল হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সর্বস্তরের মানুষের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে বাবুল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকার সর্বস্তরের মানুষ। গত বুধবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লুদুয়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত বাবুল মিয়া (২৭) উপজেলার সাতেশ্বর গ্রামের সোলেমানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
জানা গেছে, গত রোববার সাতেশ্বর গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে সালিশ-বৈঠক বসে। ওই সালিশ-বৈঠকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বাবুলসহ স্থানীয়রা সংঘর্ষ থামাতে গেলে অতর্কিত হামলা চালিয়ে বাবুলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় বাবুলকে পায়ে, পিঠে ও হাতে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো ৬জন আহত হয়। নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০জনসহ অজ্ঞাত নামা ১০/১২জনকে আসামী করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামী সাতেশ্বর গ্রামের খোরশেদ আলমের ছেলে সুমনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনমজুর বাবুল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বুধবার অনুষ্ঠিত বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ব্যানার ও প্লেকার্ড সম্মিলিত অংশগ্রহণ করে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অরাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। পিতার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে স্বজনদের কোলে চড়ে মানববন্ধনে অংশগ্রহণ করে নিহত বাবুলের আড়াই বছর বয়সী একমাত্র ছেলে তামিমও। এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় আবদুল কাদের মজুমদার, আবদুল মতিন মেম্বার, মাস্টার আবদুল আউয়াল, মোহাম্মদ উল্লাহ, মোবারক হোসেন টিপু, নেছার উদ্দিন সুমন, এসএম মনির হোসাইন, মাও. আবু ইউসুফ, আলমগীর মুজমদার, গোলাফুর রহমান, দেলোয়ার মজুমদার, মোহাম্মদ উল্লাহ, মোবারক হোসেন টিপু, মমিন মজুমদার, মাস্টার মোবারক হোসেন, গোলাম সারোয়ার, ফরহাদ মজুমদার, মাওলানা ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নিহত বাবুল একজন দিনমজুর ছিল। তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার চাই। এ সময়ে বক্তারা অবিলম্বে বাবুল হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।