বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে মাদরাসার ছাদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

মনোহরগঞ্জে মাদরাসার ছাদ  থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
১৫৫ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে অহিদুল আলম দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার ছাদ থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত শিক্ষার্থী হলো চাটখিল উপজেলার বানসা গ্রামের দিনমজুর মাইন উদ্দীনের একমাত্র ছেলে তাহমিদ (৯)।

            গত সোমবার (১৪ই এপ্রিল) সকাল সাড়ে ৯টায় তাহমিদকে ছাদে অচেতন অবস্থায় দেখতে পায় তার সহপাঠী হিফয বিভাগের শিক্ষার্থী আজহার। পরে সে (আজহার) চিৎকার দিলে মাদরাসায় থাকা সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসে তাহমিদের নাকে এবং মুখে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ ছাদে পড়ে থাকতে দেখলে মনোহরগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদরাসায় এসে তাহমিদের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Share This