মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার
১৩৮ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত রোববার (১৫ই জুন) রাতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।

            জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ভোর রাতে ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া দিলীবাড়ির মৃত মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেনকে (২৮) তার বাড়ি থেকে আটক করে। এসময় ঘরে তল্লাশি চালিয়ে বাবলুর ফ্রিজের উপরে থাকা পলিথিন মোড়ানো ২৬৫ পিস ইয়াবা উদ্ধার করে। এর পূর্বে  রাত ১টার দিকে মনোহরগঞ্জ ক্যাম্পের সেনা টহলদল উপজেলার  হাসনাবাদ গ্রামের জমদ্দার বাড়ির মৃত আবু হানিফের ছেলে আবুল কালাম শিপনের নতুন বাড়িতে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে শিপন পালিয়ে যায়। এসময় শিপনের স্ত্রী নুরজাহান আক্তারকে (২৭) আটক করে মহিলা পুলিশ সদস্য প্রিয়াংকা বড়–য়া তল্লাশি করে প্লাস্টিকের ওয়ারড্রব থেকে পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত ২ জনকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

            এ ব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমার দে।

Share This