রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে স্থানীয় সম্পদ আহরণ ও  বাজেট ব্যবস্থাপনা বিষয়ক কোর্স সম্পন্ন

মনোহরগঞ্জে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক কোর্স সম্পন্ন

৭৫ Views

            মোঃ হুমায়ুন কবির মানিক\ কুমিল্লার মনোহরগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের নিয়ে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দু’দিনব্যাপী এ কোর্সে ১৬৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। ৪-ক্যাটাগরিতে দৈনিক ৬টি করে, মোট ১২টি সেশনে এ কোর্স অনুষ্ঠিত হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত কোর্সের উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। বৃহস্পতিবার কোর্সের সমাপনী দিনে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে কোর্সের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়।              এতে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কোর্স অর্ডিনেটর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, কোর্স রিসোর্স পার্সন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোঃ ওমর ফারুক পারভেজ, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান চৌধুরী, মোঃ কামাল হোসেন, আলমগীর হোসেন, আশিকুর রহমান হিরন, আবদুল মজিদ খান রাজু, প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন।

            ২ দিনব্যাপী প্রশিক্ষণে স্থানীয় সম্পদ আহরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নিজস্ব সম্পদ হতে উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, স্থানীয় সম্পদ ও এর উৎস চিহ্নিত করা, আয়ের উৎস সমূহ হতে নিয়মানুযায়ী আয় করে তহবিল সংগ্রহে অনুপ্রানিত করা, টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সম্পদ আহরণের সম্পর্কিত ধারণা প্রদান করা হয়। কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান।

Share This

COMMENTS