বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ১০ মামলার পলাতক আসামি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার

Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ১ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে মো. জহিরুল ইসলামকে (৪৫) কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে এবং সে পলাতক আসামি।

            পুলিশ সূত্র জানায়, বুধবার (৩০শে অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মনোহরগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান চালিয়ে বাইশগাঁও (পূর্ব পাড়া) সাকিনের জমাদ্দার বাড়ীর জনৈক জহিরের বসত ঘরের সামনে উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

            পরে আসামীর দেহ তল্লাশীর একপর্যায়ে তার ডান হাতে থাকা একটি সাদা সিনথেটিকের তৈরী বাজারের ব্যাগে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১ কেজি গাঁজা ও তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি সাদা ছোট প্ল­াস্টিকের কোটায় রক্ষিত ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মো.জহিরুল ইসলামের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় আগেই ১০টি মাদক মামলা রয়েছে এবং সে একজন পলাতক আসামি।

            এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)ধারায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

            মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে  জানান, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা এলাকার বাইশ গাঁও গ্রামের মো. জহিরুল ইসলাম দীর্ঘ দিন থেকে গাঁজা ও  ইয়াবা বিক্রির সাথে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় ১০টি মাদক মামলা রয়েছে। গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জহির তার ঘরের সামনে উঠানে গাঁজা ও ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share This

COMMENTS