শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ ও চান্দিনায় ভেঙ্গে দেয়া হলো ২ ইটভাটার চিমনী

মনোহরগঞ্জ ও চান্দিনায় ভেঙ্গে দেয়া হলো ২ ইটভাটার চিমনী

            ষ্টাফ রিপোর্টার\ পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে জেলার চান্দিনা ও মনোহরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দু’টি ইটভাটার চিমনী ভেঙ্গে দেয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় এ দু’টি ইটভাটার চিমনী ভেঙ্গে দেয়া হয় বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

            অভিযুক্ত ইটভাটা দু’টি হচ্ছে- কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল কুরেরপাড় এলাকার মেসার্স এস এফ ব্রিকস এবং মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার মেসার্স মিজি ব্রিকস।

            পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

            বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১শে মার্চ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়, চান্দিনা ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে চান্দিনা ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব, মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন এবং চন্দন বিশ্বাস।

Share This

COMMENTS