বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ থেকে অপহৃত শিশু রাসেলকে ৭ দিন পর উদ্ধারঃ ২ অপহরণকারী গ্রেফতার

মনোহরগঞ্জ থেকে অপহৃত শিশু রাসেলকে ৭  দিন পর উদ্ধারঃ ২ অপহরণকারী গ্রেফতার
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় আন নূর মাদ্রাসা থেকে গত ২১শে জুন সকালে নিখোঁজ হয় ৭ বছরের শিশু মোহাম্মদ রাসেল। ওইদিন সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। পরে নিখোঁজ হওয়া শিশুটির মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরই প্রেক্ষিতে গত শনিবার (২৮শে জুন) রাতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামালপুর থেকে শিশু মোহাম্মদ রাসেলকে উদ্ধার এবং ২ অপহরণকারীকে গ্রেফতার করে ।

            শিশুটির পরিবার ও মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন মাদরাসায় আসে শিশু মোহাম্মদ রাসেল। সকাল ১১টায় এক এক ছন্দবেশী অপহরণকারী রাসেলকে কিছু খাবার কিনে দেয়ার কথা বলে নিয়ে যায়। মাদরাসার সিসিটিভির ফুটেজে ধরা পড়ে রাসেলকে অপহরণ করে নিয়ে যাওয়ার দৃশ্য। রাসেলের মা বাদি হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়েরের পর মনোহরগঞ্জ থানা পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে তদন্তে নামে। অবশেষে মনোহরগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় গত শনিবার রাত সাড়ে ৯টায় জামালপুর থেকে অপহরণকারীদের হেফাজত থাকা রাসেলকে জীবিত উদ্ধার করেন এবং ২ অপহরণকারীকে আটক করেন। পরে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।          এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গত ২১শে জুন আশিরপাড় আন নুর নুরানি মাদ্রাসা থেকে রাসেল (৭) নামের একটি শিশু অপহরণ হয়। এ ঘটনায় মনোরমগঞ্জ থানায় অজ্ঞতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলার রুজু করা হয়। অপহৃত ভিকটিমকে জামালপুর জেলা সদর থানার দিকপাইত এলাকা থেকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারীসহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

Share This

COMMENTS