বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেয়ার অধিকার কারো নেই: -কুমিল্লায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব

<span class="entry-title-primary">মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেয়ার অধিকার কারো নেই:</span> <span class="entry-subtitle">-কুমিল্লায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব</span>
Views

            ষ্টাফ রিপোর্টার\ ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেয়ার অধিকার কারও নেই। তিনি বলেন, অতীতে আমরা দেখেছি মন্ত্রীর এলাকায় প্রয়োজনে অপ্রয়োজনে অতিরিক্ত উন্নয়ন বরাদ্দ দেয়া হয়। এতে জেলার অন্য উপজেলা বঞ্চিত হয়। মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেয়ার অধিকার কারও নেই। তাই এ ধরনের অনুশীলন থেকে সরে আসতে হবে।

            গত বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

            ফয়েজ আহমদ তৈয়্যব পানি উন্নয়ন বোর্ডকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক নিরপেতা বিবেচনায় সব গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে উচ্ছেদ অভিযান শুরু করার প্রস্তুতি নিন। পাশাপাশি পল্লী বিদ্যুৎকে জেলার সব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেন।

            শিল্প মালিকরা যেন বিদ্যুৎ সংযোগ নিয়ে হয়রানি না হয় সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন তিনি। এর বাইরে গোমতীতে আগামী শীতে ম্যারাথন আয়োজনের নির্দেশনা দেন।

            সভায় জেলার উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেয়া হয়।

            ফয়েজ আহমদ তৈয়্যব আসন্ন দূর্গা পূজা উদযাপন যেন নির্বিঘœ হয় সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

            এরআগে তিনি জেলার ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিটক লি. এবং আইসিটি ডিভিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

            কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম, আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কুমিল্লার সব উপজেলা নির্বাহী অফিসার, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS